প্রথম শ্রেণিই পত্রিকায় সাংবাদিক হিসেবে কাজ করছেন দশকের বেশি সময় ধরে। সাহিত্যে প্রচণ্ড আগ্রহ। লেখালেখিতে আসা সেখান থেকেই। সাহিত্য সমালোচনায় আর স্বনামধন্য সাহিত্যিজনের নান্দনিক সাক্ষাৎকার দিয়ে পাঠকের আগ্রহ তৈরি করেছেন। তবে লেখালেখিতে ‘কবিতা’-ই তার প্রথম প্রেম।