আমেরিকান লেখিকা লোইস অ্যান লোওরি। জন্ম ১৯৩৭ সালের ২০ মার্চ হাওয়াই দ্বীপের হনলুলুতে। সত্তুরের দশকে সাংবাদিক হিসেবে কর্মজীবন শুরু করলেও বিশ্বব্যাপী খ্যাতি অর্জন করেছেন কিশোর সাহিত্য আর ফ্যান্টাসির মাধ্যমে। তার লেখা বর্তমানে অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশের স্কুলের পাঠ্যসূচির অংশ।
দ্য গিভার তার অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি। এই সাইফাই উপন্যাসিকার জন্য নিউবেরি মেডেল, রেগিনা মেডেল, উইলিয়াম অ্যালেন হোয়াইট অ্যাওয়ার্ড, বুকলিস্ট এডিটরস চয়েস অ্যাওয়ার্ড লাভ করেন। এছাড়া সাহিত্য কীর্তির জন্য হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসন অ্যাওয়ার্ড, মার্গারেট অ্যাডওয়ার্ড অ্যাওয়ার্ড, গোল্ডেন কাইট অ্যাওয়ার্ড সহ অগণিত সম্মানে সম্মানিত হয়েছেন। এখনও লিখে চলেছেন।

  • দ্য গিভার

    বৈজ্ঞানিক কল্পকাহিনির মোড়কে এক অনবদ্য গল্প। ‘দ্য গিভার’ বইটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে অবশ্য পাঠ্য। নিউবেরি মেডেল, রেগিনা মেডেল, উইলিয়াম অ্যালেন হোয়াইট অ্যাওয়ার্ড, বুকলিস্ট এডিটরস চয়েস অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা রয়েছে ঝুলিতে। বিক্রি হয়েছে ১,২০,০০০০০ কপির বেশি। এই কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। গল্পের বাইরেও এই কাহিনি পাঠকদের যা কিছু দেয় সেগুলোই একে করে তুলেছে অতুলনীয়, অনবদ্য, অবশ্যপাঠ্য।

    বইয়ের প্রথম অধ্যায়টি ডাউনলোড করে পড়তে এখানে ক্লিক করুন
    প্রথম অধ্যায়টি অনলাইনে পড়তে এখানে ক্লিক করুন

    বই: দ্য গিভার
    লেখক: লোইস লোওরি
    অনুবাদ: ফাহাদ আল আব্দুল্লাহ
    সম্পাদনা: মহিউল ইসলাম মিঠু ও সালেহ আহমেদ মুবিন
    প্রচ্ছদ: লর্ড জুলিয়ান
    প্রুফরিডিং: বীক্ষণ সম্পাদনা সংস্থা
    ধরণ: সায়েন্স ফিকশন, ডিস্টোপিয়ান

     

    ৳ 240৳ 320