সবাইকে ইদের শুভেচ্ছা।
পবিত্র ইদ-উল-ফিতর ২০২২ উপলক্ষ্যে ঐশ্বর্য প্রকাশ আয়োজন করেছে ‘ইদ সালামি’ ক্যাম্পেইন। ক্যাম্পেইনে ঐশ্বর্য প্রকাশের পক্ষ থেকে ১০,০০০/- টাকা ইদ সালামি দেয়া হবে। ডিস্কাউন্ট হিসেবে প্রতিবারে ৫০ টাকা করে ২০০ জন পাঠক এই সালামি পাবেন।
নিয়মাবলি:
১. যে কোনো পরিমান অর্ডারের জন্য ডিসকাউন্ট প্রযোজ্য হবে।
২.এক্সপ্রেস হোম ডেলিভারি ও কুরিয়ার ডেলিভারি উভয় ক্ষেত্রে প্রযোজ্য হবে।
৩. একজন পাঠক সর্বোচ্চ ৩ বার এই ডিসকাউন্ট নিতে পারবেন।
৪. অফার চলবে ১০ মে ২০২২ পর্যন্ত।
৫.ঐশ্বর্য প্রকাশ টিমের কেউ এই অফারে অংশগ্রহন করতে পারবেন না।
৬. শুধুমাত্র ঐশ্বর্য প্রকাশের ওয়েবসাইট থেকে অর্ডারকারীরা এই অফার উপভোগ করতে পারবেন।
৭. অর্ডার করতে ঐশ্বর্য প্রকাশের ওয়েবসাইট থেকে।
৮. ক্যাম্পেইনের সময়সীমা বাড়ানো, কমানো, পরিবর্তন, সহ সকল সিদ্ধান্ত গ্রহনের অধিকার ঐশ্বর্য প্রকাশ বহন করে।
৯. এই ক্যাম্পেইন শুধুমাত্র প্রচারণা এবং পাঠকদের আনন্দ দেয়ার স্বার্থে আয়োজন করা হয়েছে যে কোনো অসদুপায় অবলম্বন না করার আহবান জানানো হচ্ছে।