‘দ্য গিভার’ প্রকাশ উপলক্ষ্যে বিশেষ আয়োজন
অসংখ্য পুরষ্কারজয়ী লেখক লোয়িস লোওরির লেখা বিশ্বনন্দিত সায়েন্স ফিকশন ‘দ্য গিভার’ বাংলায় আসছে ঐশ্বর্য প্রকাশের হাত ধরে।
এই উপলক্ষ্যে ঐশ্বর্য প্রকাশ আয়োজন করেছে গিভঅ্যাওয়ে।
গিভঅ্যাওয়ের নিয়ম:
১. ঐশ্বর্য প্রকাশের গ্রুপে বই, পাঠক আর ঐশ্বর্য জয়েন করতে হবে আর পেইজে লাইক দিতে হবে।
২. এই পোস্টের কমেন্টে ৫জন বন্ধুকে মেনশন করতে হবে। যত বেশি মেনশন জেতার সম্ভাবনা তত বেশি। তবে একজন বন্ধুকে শুধুমাত্র একবারই মেনশন করতে পারবেন। তবে বই পছন্দ করেন না এমন কাউকে মেনশন করে তাকে বিরক্ত না করার পরামর্শ আমাদের।
৩. প্রি-অর্ডার করেছেন এমন কোনো পাঠক গিভঅ্যাওয়ে জিতলে প্রি-অর্ডারের টাকা ফেরত পাবেন। (পাঠানোর খরচ সহ)
৪. আমরা একটা ফেয়ার গেম চাই। কোনোরকম অসদুপায় অবলম্বন করা হয়েছে মনে করলে ঐশ্বর্য প্রকাশ বিজয়ীকে ডিসকোয়ালিফায়েড ঘোষণা করা্রর অধিকার রাখে।
৫. এই পর্যায়ে দৈবচয়নে তিনটি বই গিভঅ্যাওয়ে করা হবে।
৬. গিভঅ্যাওয়েতে অংশগ্রহন করতে প্রিঅর্ডার করতেই হবে এমন নয়, আপনি চাইলে শুধু গিভঅ্যাওতে অংশগ্রহন করতে পারবেন। আবার চাইলে শুধু প্রি-অর্ডার করতে পারবেন গিভএওয়েতে অংশ নিতেই হবে এমনও নয়।
আসল কথা শেষ, এবার বইয়ের বিস্তারিত শুনুন
ঈদ উপলক্ষ্যে কত কিছু নতুন আসে। বই আসে না ক্যান?
পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে বইপ্রেমী পাঠকদের জন্য ঐশ্বর্য প্রকাশের আয়োজন।প্রি-অর্ডার + গিভঅ্যাওয়ে

বই: দ্য গিভার
লেখক: লোয়িস লোওরি Lois Lowry
অনুবাদ: ফাহাদ আল আব্দুল্লাহ ( Fahaad Al Abdullah)
ধরন: সাইফাই, মনস্তাত্ত্বিক,
সম্পাদনা: মহিউল ইসলাম মিঠু ও সালেহ আহমেদ মুবিন ( Moheul Islam Mithu, Saleh Ahmed Mubin )
প্রুফ: বীক্ষণ সম্পাদনা সংস্থা
দাম: ৩২০ টাকা
প্রি-অর্ডার মূল্য: ২১০ টাকা (৩৫% ডিসকাউন্টে)+ ফ্রি ডেলিভারি
ক্যাশ অন ডেলিভারি চার্জ: ৫০টাকা
পৃষ্ঠাসংখ্যা: ১৬০
প্রকাশিত হবে: ২১ এপ্রিল ২০২২ বৃহঃবার
প্রিঅর্ডারের শেষ সময়: ১৭ এপ্রিল ২০২২। (ওই দিন পর্যন্ত গিভঅ্যাওয়েতে অংশগ্রহন করা যাবে।)

বই পরিচিতি:
ভবিষ্যতের যে সমাজটাতে এই গল্পের নায়ক জোনাসের বসবাস সেই সমাজ আজকের চেয়ে অনেকটাই আলাদা। ভবিষ্যতের সেই পৃথিবী অনেক সাজানো গোছানো। প্রত্যেকে সমাজের প্রতিটি নিয়ম মেনে চলে। সমাজ সেখানে অনেক সুশৃঙ্খল আর জীবনবান্ধব। বৈষম্য, অব্যবস্থাপনা, অবিচার, এসব অভিশাপ বিদায় নিয়েছে বহু আগেই। কিন্তু সেই পার্ফেক্ট সমাজ-জীবনে একটা ফাঁক খুঁজে পায় জোনাস। প্রচণ্ড বেদনা নিয়ে আবিষ্কর করে, তার সারাজীবনের চেনা সাজানো সমাজের সবকিছু এক মিথ্যে ভেলকি। কিন্তু পালিয়ে বাঁচতে পারবে কি? পালিয়ে যাবে কোথায়?
বৈজ্ঞানিক কল্পকাহিনির মোড়কে এক অনবদ্য গল্প। ‘দ্য গিভার’ বইটি যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়ার স্কুলগুলোতে অবশ্য পাঠ্য। নিউবেরি মেডেল, রেগিনা মেডেল, উইলিয়াম অ্যালেন হোয়াইট অ্যাওয়ার্ড, বুকলিস্ট এডিটরস চয়েস অ্যাওয়ার্ড সহ অনেক সম্মাননা রয়েছে ঝুলিতে। বিক্রি হয়েছে ১,২০,০০০০০ কপির বেশি। এই কাহিনি নিয়ে তৈরি হয়েছে সিনেমাও। গল্পের বাইরেও এই কাহিনি পাঠকদের যা কিছু দেয় সেগুলোই একে করে তুলেছে অতুলনীয়, অনবদ্য, অবশ্যপাঠ্য।

Comments (0)


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

0
    0
    Your Cart
    Your cart is emptyReturn to Shop