মাশরাফি হাসানের যেমন লাগল ‘লিজিয়ন’
প্রতিক্রিয়া লিখেছেন মাশরাফি হাসান।
বইঃ লিজিয়ন
লেখকঃ ব্র্যান্ডন স্যন্ডারসন
অনুবাদঃ মহিউল ইসলাম মিঠু
পৃষ্ঠা সংখ্যাঃ ৯৬
মুদ্রিত মূল্যঃ ২০০ টাকা
প্রকাশনীঃ ঐশ্বর্য প্রকাশ
রেটিংঃ ৫/৫
ছবি: মাশরাফি রহমান
গল্পটা একজন সিজোফ্রেনিয়া রোগিকে নিয়ে লেখা অর্থাৎ যে কি না বিভিন্ন কালকপনিক চরিত্র দেখে থাকে এবং তাদের সাথে কথা বলে। গল্পের মেইন ক্যারেকটার স্টিফেন লীডস একজন ডিটেকটিভও। বিভিন্ন জটিল রহস্য সমাধান করে দেয় তার হ্যলুসিনেশনে তৈরি বিভিন্ন চরিত্রগুলো। হঠাৎ করে একদিন তার কাছে কিছু ছবি আসে যা ক্যামেরা সৃষ্টির আগে তোলা। তাহলে এটা কি নিছক ফোটোশপের কারসাজি নাকি ইতিহাস টাই অন্যরকম।?
“বিশ্বাস বড় কঠিন জিনিস”
পাঠপ্রতিক্রিয়াঃ ব্র্যান্ডন স্যন্ডারসনের লেখা এই প্রথম পড়লাম। তিনি নিঃসন্দেহে অসাধারন লিখেন। এত কম পেজ এর মধ্যে ভালো একটা থ্রিলার বই পাওয়া যায় না। বাংলাতে মহিউল ইসলাম মিঠু ভাই খুবই ভালো অনুবাদ করেছেন। ভাষা অতন্ত্য সাবলীল। দুই এক বসায় পড়ে ফেলতে পারেন এই বইটি। এই গল্পে নিজেকে একদম স্টিফেন লীডস এর মতোই লাগছি, অনেক রিলেটেড ফিল পাওয়া গিয়েছে। সবচেয়ে মজার ব্যাপার স্টিফেনের হ্যলুসিনেশনও কেও স্বাভাবিক না, তাদেরও কারও আছে হ্যলুসিনেশন, কারো ওসিডি, কারো আবার গর্ত ভয় (রোগটার নাম মনে নেই) ইত্যাদি। তাই সায়েন্স, সাইকোলজি সব মিলে এক দুর্দান্ত বই লিজিওন।
কৃতজ্ঞতা স্বীকার
ধন্যবাদ মাশরাফি হাসান। আপনার জন্য থাকছে ঐশ্বর্য প্রকাশের পক্ষ থেকে গিফটকার্ড।
গিফটকার্ড চালু করতে যোগাযোগ করুন ঐশ্বর্য প্রকাশের ফেসবুক পেইজে।