Recommended Books
-
এক দিস্তা নদী
কবি গোলাম ইউসুফের একক কাব্যগ্রন্থ।
কবিতার সংখ্যা ৩৫টি।
এক দিস্তা নদী
পাতার মতো কাঁপছো তুমি তীরের কাছাকাছি
কাঠ দেয়ালে স্বপন সাঁতার এই যে মিছামিছি,
হাত মাপা পথ হাতড়ে বেড়ায়
তারার পিছু রাত
দিন হারিয়ে বুনতে বসা রোদ বেলাদের তাঁত!এক পৃথিবী শুনবে কত জোড়া ঠোঁটের বিলাস
হরিণ চোখে সওয়ার হল ভাবের ত্বরিত তাস।৳ 250